জরাট পুলিসের একটি দল বুধবার বিহারের মুজফফরপুর জেলা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। তাঁর বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের আধার কার্ডের তথ্যে কারচুপির অভিযোগ করা হয়েছে।

মুজফফরপুরের সিনিয়র পুলিস সুপার রাকেশ কুমার জানিয়েছেন, জেলার সাদাতপুর এলাকা থেকে অর্পনা দুবে ওরফে মদন কুমারকে গ্রেফতার করা হয়েছে।

এসএসপি বলেন, ‘অভিযুক্ত ব্যক্তি জেলার গরিবা গাঁও গ্রামের বাসিন্দা। সে কান্তি থানা এলাকার সাদাতপুর এলাকার একটি কলেজ থেকে স্নাতক পাশ করছিল’।

পরিদর্শনকারী পুলিসের দলটিকে স্থানীয় পুলিস সহায়তা করেছিল। তিনি বলেন, ‘ওয়েবসাইটে আধার কার্ডের তথ্য বদল করার চেষ্টা করা হয়েছি এই তথ্য পাওয়ার পরে আইপি অ্যাড্রেস খুঁজে অভিযুক্তদের কাছে পৌঁছানো যায়’।

অভিযুক্তরা অন্যান্য আরও বিভিন্ন বিষয়ের মধ্যে আধার কার্ডে দুই নেতার জন্ম তারিখ পরিবর্তন করেছে এবং টেম্পার করা আধার কার্ডের অপব্যবহার করেছে বলে জানিয়েছেন তিনি।

গুজরাট থেকে আসা পুলিসের দল আরও তদন্ত করার এবং ব্যবস্থা নেওয়ার জন্য দুবেকে নিয়ে গিয়েছে বলে অফিসার জানিয়েছেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post বাবার সহকর্মীরা করল গনধর্ষণ! গর্ভবতী দুই বোন
Next post যুবকের মৃত্যু ঘিরে ধোঁয়াশা !
%d bloggers like this: