দীর্ঘদিন রোগ ভোগের পর গত রবিবার বিকেলে নিজ গ্রামে প্রয়াত হন পদ্মশ্রী থাঙ্গা ডারলং l মঙ্গলবার প্রয়াতের বাসভবনে যান রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। সেখানে গিয়ে তিনি পরিবার-পরিজনদের সাথে কথা বলেন। উনার প্রয়াণে রাজ্য সরকার এর তরফ থেকে কেন কোন রাষ্ট্রীয় সম্মান টুকু দেওয়া হয়নি তা নিয়ে তীব্র নিন্দা জানান তিনি। উনকোটি জেলা আধিকারিক বা কৈলাশহর মহকুমা শাসক বা এস পি উনকোটির পক্ষেও এই ধরনের কোন ব্যবস্থাই নেওয়া হয়নি। পাশাপাশি পরিবার পরিজনদের যাতে ঘরের ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা এবং চলাচলের জন্য রাস্তাঘাট সুব্যবস্থা করে দেওয়া হয় তার দাবিও রাখেন রাজ্য সরকারের কাছে বিরোধী দলনেতা l

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post চাঁদ থেকে চন্দ্র যানকে আবার ফিরিয়ে আনলো ISRO! তাক লাগিয়ে দিল গোটা দুনিয়ায়
Next post নিয়োগ নেই ত্রিপুরায়! বাধ্য হয়ে ছাত্রছাত্রীরা রাস্তায়
%d bloggers like this: