Aadhar pariseba kendra abt
শনিবার আগরতলা পুর নিগমের ৮ নং ওয়ার্ডে আনুষ্ঠানিক সূচনা হল আধার পরিষেবা কেন্দ্রের। এদিন ফিতা কেটে এই কেন্দ্রের আনুষ্ঠানিক সূচনা করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত , স্থানীয় কাউন্সিলার সম্পা সেন ও কমিশনার শৈলেশ কুমার যাদব সহ আরও অনেকে। এক সাক্ষাৎকারে মেয়র বলেন, এটি আগরতলা শহরে দ্বিতীয় আধার কেন্দ্র। এই এলাকার মানুষের নতুন আধার কার্ড করার পাশাপাশি আধারের বিভিন্ন পরিষেবা পাওয়ার সুবিধার্থেই এই আধার পরিসেবা কেন্দ্রটি চালু করা হয়েছে বলে তিনি জানান।প্রসঙ্গত, এই প্রথম কোন এ এম সি ওয়ার্ডে চালু হয়েছে আধার পরিসেবা কেন্দ্র ।