সম্প্রতি নাবালিকা ছাত্রীটি টিউশন শেষ করে বাড়ি যাওয়ার পথে রামনগর দুই নম্বর এলাকায় এক যুবক তাকে শ্রীলতাহানি করার চেষ্টা করে বলে অভিযোগ। সঙ্গে সঙ্গে ছাত্রীটি চিৎকার-চেঁচামেচি করে। ছাত্রীটির চিৎকারে স্থানীয় এলাকাবাসী একসঙ্গে জোর হয় এবং যুবকটিকে আটক করতে সক্ষম হয়। খবর দেওয়া হয় স্থানীয় থানায়। খবর পেয়ে পুলিশ এসে অভিযুক্ত যুবককে প্রথমে রামনগর ফাঁড়ি থানায় নিয়ে যায় এবং পরবর্তী সময়ে আগরতলা পশ্চিম মহিলা থানায় নিয়ে আসা হয়। এই ঘটনায় স্থানীয় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।