সোমবার সকালে কৈলাসহরের অস্থায়ী ক্রিকেট এসোসিয়েশনের বিল্ডিংয়ের পাশে প্রাতভ্রমণকারীরা অজ্ঞাত পরিচয় এক মহিলার মৃতদেহ দেখতে পায়।সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় কৈলাসহর থানায়। খবর পেয়ে কৈলাসহর মহকুমা পুলিশ আধিকারিক ধ্রুব নাথ, ঊনকোটি জেলার ডি.এস.পি বীমা সিনহার নেতৃত্বে বিশাল পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে যায়। ফরেনসিক আধিকারিকও আসেন ঘটনাস্থলে। কৈলাসহরের অস্থায়ী ক্রিকেট এসোসিয়েশনের বিল্ডিংয়ের পাশে এই মৃতদেহটি উদ্ধার হয়। আর.কে.আই স্কুলের মাঠের এক প্রান্তে ক্রিকেট এসোসিয়েশনের অস্থায়ী বিল্ডিং এবং মাঠের অপর প্রান্তে ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের কাটা তার রয়েছে। সেই আন্তর্জাতিক সীমান্তে চব্বিশ ঘণ্টা বি.এস.এফের ডিউটি থাকা স্বত্বেও কৈলাসহর থানার পুলিশের নাকের ডগায় এভাবে এক অপরিচিত মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনায় গোটা কৈলাসহর শহরে তীব্র আতংক বিরাজ করছে। এবিষয়ে ডি.এস.পি বীমা সিনহা জানান , মৃত মহিলার কোন পরিচয় জানা যায় নি ।কৈলাসহর থানায় কোন মহিলার নিখোঁজ ডায়েরিও নেই। মৃত মহিলার শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। প্রাথমিক ভাবে আত্মহত্যা নাকি হত্যা কোনোটাই বলতে পারছে না পুলিশ। তবে মৃতদেহের পাশে একটি প্লাস্টিকের ব্যাগে কিছু কাগজ পত্র এবং দুইটি ব্যাংকের পাসবুক পাওয়া গেছে। এগুলো তদন্ত করা হচ্ছে বলে ডি.এস.পি বীমা সিনহা জানান।বর্তমানে মৃতদেহের ময়না তদন্তের জন্য ঊনকোটি জেলা হাসপাতালে রাখা হয়েছে।