শহরে একের পর এক ঘটনা ঘটেই চলেছে অথচ রাজ্য পুলিশের থানা গুলো কতটা সক্রিয় তা নিয়ে দেখা দিয়েছে একাধিক প্রশ্ন! পুলিশের ভূমিকায় নানা প্রশ্ন উঁকি দিচ্ছে বিভিন্ন মহলে। শহর আগরতলায় যখন সন্ধ্যারাতে খুনের মত ঘটনা ঘটে যাচ্ছে তখন পুলিশের ভুমিকা থাকার কথা সুপার একটিভ সেই জায়গায় দেখা গেল শহর আগরতলার একটি ফাঁড়ি সম্পুর্ন নিস্ক্রিয় হয়ে পড়ে। রাত হতে না হতেই থানার দুই মূল ফটক বন্ধ করে কুম্ভ নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়েছে থানা বাবুরা। শুক্রবার রাতে পাবলিক নাও টিম যখন রাত্রিকালীন শহর আগরতলার পুলিশি নিরাপত্তার বিষয় দেখার জন্য। তখন আমাদের চোখে পরে অভয়নগর আউট পোস্টের বন্ধ দরজা! যা রীতিমত রাত্রী কালীন শহর আগরতলার নিরাপত্তা নিয়ে বিশাল প্রশ্ন তুলে দিয়েছে। রাত ১ টা না বাজতেই পুলিশ ফাঁড়ির মূল ফটক বন্ধ করে দিয়ে থানা বাবুরা কুম্ভ নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়েছে। আমাদের টিমের তরফে থানার দরজায় গিয়ে বারংবার ডাকা হলেও থানা বাবুদের কোন সাড়া শব্দ পাওয়া যায়নি। আর এখান থেকেই উঠছে প্রশ্ন রাতের শহর কতটা সুরক্ষিত! রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার বলছেন পুলিশ কে রাজ্যব্যাপি সক্রিয় থাকতে অথচ পুলিশ বাবুরা মুখ্যমন্ত্রীর নির্দেশ কেও কলাপাতা বলে মনে করে দিন জাপন করছেন। রাজ্যের মুখ্যমন্ত্রীকে বদনামের চেষ্টায় একটা অংশ প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে সেই জায়গায় যখন রাজ্যের পুলিশ এবং গোয়েন্দা শাখাকে চুড়ান্ত সক্রিয় থেকে সেই সমস্ত কুচক্রীদের বের করে আনা উচিত তখন পুলিশ বাবুরা কুম্ভ নিদ্রায় নিজেদের আচ্ছন্ন করে রেখেছেন। এখন এটাই দেখার রাজ্য পুলিশের মহানির্দেশক উক্ত অভয়নগর আউট পোস্টের বিরুদ্ধে কি ব্যাবস্থা নেয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post ঝাড়খণ্ডে ‘একতরফা’ আসনরফা সোরেন-রাহুলের, হতাশ ইন্ডিয়া জোট শরিক আরজেডি
Next post কৈলাশহরে শান্তি বৈঠক! পরিস্থিতি নিয়ন্ত্রণে
%d bloggers like this: