আগরতলা রেল স্টেশনে বর্তমানে বৃদ্ধি পেয়েছে রেলের সংখ্যাও। রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি দেশের বিভিন্ন জায়গার সাথে রেল সংযোগ হয়েছে আগরতলায়। খুব শীঘ্রই বাংলাদেশের সাথে হবে রেল সংযোগ। রাজধানীর মত একটি রেল স্টেশনে যাত্রী সংখ্যা বেশি হবে সেটাই স্বাভাবিক। কিন্তু দেখা যায় একটি প্লেট ফরম থেকে অন্য প্লেট ফরমে যাওয়ার জন্য ওভার ব্রিজ রয়েছে মাত্র একটি। যার দরুন এত লম্বা প্লেট ফরমে যাতায়াতের ক্ষেত্রে বৃদ্ধ থেকে শিশু, অসুস্থ থেকে সুস্থ সকলরই সমস্যা হচ্ছে। ট্রেন আসার পর দীর্ঘ সময় লাইন দিয়ে ওভার ব্রিজ পেরোতে হয়, দীর্ঘতম রেল স্টেশনে উওর অংশে একটি ওভার ব্রিজ থাকলেও, স্টেশনের এর দক্ষিণ দিকে যাতায়াতের তেমন সুবিধা নেই, ট্রেনের উঠার তাগিদে অনেকেই আবার লাইনের উপর দিয়ে ছুটে, প্রতিদিনই দেখা যাচ্ছে সে চিত্র। সরকার যে ভাবে রেল পরিষেবার উন্নতি করছে তাতে অনেকটাই লাভ হচ্ছে যাত্রীদের। সুবিধা হচ্ছে জাতায়াতে । তবে রেল কর্তৃপক্ষ আরো একটু নজর দিলে হয়তো এই সমস্যাটাও দূর হবে। তাই রেল যাত্রীদের দাবি আরো একটি ওভারে বিজ তৈরি করা হোক আগরতলা রেল স্টেশনে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post আবারো রাজধানীতে রাজনৈতিক সংঘর্ষের ঘটনা। অভিযোগের তীর শাসক দল বিজেপির দিকে। ঘটনা মঙ্গলবার রামনগরস্থিত জয়পুর এলাকায়।
Next post আবারো শ্রমজীবী মানুষদের জীবন জিবিকার স্বার্থে সরব হল সিট্যু।
%d bloggers like this: