বর্তমানে শহর জুড়ে শীতের মরশুম চলছে। কুয়াশায় ঢেকেছে রাজধানী দিল্লী। দৃশ্যমানতা নেমে এসেছে। শ্বাসজনিত সমস্যাও দেখা দিচ্ছে। দূষণের কারণে কখনও কখনও পরতে হচ্ছে মাস্কও। আর শীত তো সেখানে হাড় কাঁপানো। আর এই শীতের হাত ধরেই দিল্লিতে ফের একবার বাতাসের গুণমান কমেছে। তা খুব খারাপে নেমে আসার সম্ভাবনাও দেখা দিয়েছে। এই আবহে দিল্লির বাসিন্দাদের ঘরেই থেকে কাজ করার পরমার্শ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, দিল্লির আবহাওয়া ও বায়ুদূষণের কারণে সাব কমিটি গতকাল একটি বৈঠক করে। বৈঠকের পর এই সাব কমিটি জানিয়েছে শান্ত বাতাস ও স্থিতিশীল বায়ুমন্ডলীয় অবস্থার জন্য বাতাসের গুণমান সূচক ‘গুরুতর’ পর্যায়ে নেমে আসতে পারে। শুক্রবার বাতাসের গুণমান ছিল ৩৯৯। বাতাসের গুণমান ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে তা ‘খারাপ’ হিসেবে বিবেচিত হয়। আর ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকলে তা ‘খুব খারাপ’ এবং ৪০১ থেকে ৫০০ এর মধ্যে হলে তা ‘গুরুতর’। বাতাসের এই গুণমানের কথা মাথায় রেখেই বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে রাজধানীতে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post কোল্ড স্টোরেজ থাকা স্বত্বেও অচল, মহাবিপাকে চাষিরা
Next post বড়সড় রদবদল আসতে চলেছে প্রধানমন্ত্রী মোদীর মন্ত্রিসভায়
%d bloggers like this: