বিশ্রামগঞ্জ আদিবাসী কলোনি বাইক ও মারুতি স্যালেরিও গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত বাইক চালক ঘটনা বৃহস্পতিবার সকাল ১১:৩০ মিনিটে। উত্তেজিত জনতা গাড়িটি ভেঙে চুরমার করে দেয়। দুর্ঘটনস্থলে বিশ্রামগঞ্জ থানার পুলিশ। দুর্ঘটনা গ্রস্থ বাইক ও গাড়ি উদ্ধার করে বিশ্রামগঞ্জ থানায় নিয়ে আসে পুলিশ অন্যদিকে আহত বাইক চালকের চিকিৎসা চলছে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। জানাযায় অন্যান্য দিনের মতো প্রমোদনগর এলাকার বাসিন্দা সঞ্জিত দেববর্মা TR01P5234 নাম্বারে বাইক নিয়ে নিজের রাবার বাগান থেকে বাড়ি যাওয়ার পথে উল্টোর দিক থেকে TR07E0228 নাম্বারে একটি মারুতি স্যালিরিও গাড়ি দ্রুত গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকে সজোড়ে ধাক্কা মারে। গাড়ির ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে যান বাইক সহ চালক সঞ্জীত দেববর্মা। প্রত্যক্ষদর্শীরা দুর্ঘটনা দেখতে পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে আহত সঞ্জীত দেববর্মাকে উদ্ধার করে নিয়েছে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে।অন্যদিকে উত্তেজিত জনতা গাড়িটির উপর চালায় আক্রমণ। ঘটনার খবর পেয়ে চলে যায় বিশ্রামগঞ্জ থানার পুলিশ এবং দূর্ঘটনগ্রস্থ বাইক ও গাড়ি উদ্ধার করে নিয়ে আসে বিশ্রামগঞ্জ থানায়। বর্তমানে দুর্ঘটনা গ্রস্থ বাইক ও গাড়ি বিশ্রামগঞ্জ থানা পুলিশের হেফাজতে রয়েছে। বিশ্রামগঞ্জ থানার পুলিশ উক্ত বিষয়টি মামলা হাতে নিয়েছে বলে জানা যায়।