প্রয়াত হয়েছেন তবলা মায়েস্ত্রো জাকির হুসেন, রবিবার সন্ধ্যায় এই খবর ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ার সমস্ত মাধ্যমে। দেশের তাবড় রাজনীতিবিদ থেকে শুরু করে, শিল্পমহলের প্রথম সারির অনেকেই তাঁর মৃত্যুতে শোকপ্রকাশও করে ফেলেছেন। কিন্তু এর মধ্যে প্রকাশ্যে এসেছে আরও একটি খবর। কিংবদন্তী তবলাবাদকের মৃত্যুর খবর অস্বীকার করেছে তাঁর পরিবার। এবিপি নিউজ সূত্রে খবর, জাকির হুসেনের বোন খুরশিদ আউলি বলেছেন, ‘ওঁর অবস্থা সংকটজনক। উনি বেঁচে রয়েছেন’। খুরশিদ আরও জানিয়েছেন যে, তাঁর কন্যা এখন সান ফ্রান্সিসকোর হাসপাতালেই রয়েছেন, যেখানে আইসিইউতে জাকির হুসেন ভর্তি রয়েছেন বলে খবর পাওয়া গিয়েছিল আগে। খুরশিদকে তাঁর কন্যা জানিয়েছেন, জাকির হুসেন বেঁচে রয়েছেন, কিন্তু তাঁর অবস্থা সংকটজনক। রবিবার সন্ধ্যাতেই খবর পাওয়া গিয়েছিল যে হৃদযন্ত্রের সমস্যা নিয়ে গুরুতর অসুস্থ হয়ে সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি হয়েছেন জাকির হুসেন। তার কিছুক্ষণের মধ্যেই ছড়িয়ে পড়ে প্রবাদপ্রতিম শিল্পীর মৃত্যুর খবর। তথ্য সম্প্রচার মন্ত্রকও এক্স মাধ্যমে সেই তথ্য প্রকাশ করেছিল। পরে অবশ্য সেই পোস্ট তারা সরিয়ে দিয়েছে। জাকির হুসেন যে সান ফ্রান্সিসকোর হাসপাতালে ভর্তি হয়েছেন সেই খবর প্রকাশ করেছিলেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু এবং বিশ্ববিখ্যাত বাঁশিবাদক রাকেশ চৌরাসিয়া। এর পাশাপাশি উস্তাদ জাকির হুসেনের ম্যানেজার নির্মলা বাচানি জানিয়েছেন, ৭৩ বছর বয়সী তবলাবাদকের রক্তচাপ সংক্রান্ত শারীরিক সমস্যা রয়েছে। অসুস্থ হয়ে পড়েছিলেন তবলা মায়েস্ত্রো। তারপরই তাঁকে ভর্তি করা হয় আইসিইউতে।হৃদযন্ত্র সংক্রান্ত সমস্যা নিয়ে অনেক বছর ধরেই ভুগছেন উস্তাদ জাকির হুসেন। দু’বছর আগে হার্টে ব্লক ধরা পড়েছিল তাঁর। সেই সময় বসানো হয়েছিল স্টেনও।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post ‘এক দেশ, এক নির্বাচন’ নিয়ে শেষ ধাপে পিছিয়ে আসছে মোদী সরকার? জল্পনা তুঙ্গে
Next post এক কোটি টাকা দেওয়ার ঘোষণা দিলেন সাংসদ বিপ্লব কুমার দেব
%d bloggers like this: