সোমবার পূর্ব থানার অন্তর্গত রবীন্দ্রনগর এলাকায় CPI-M কর্মীর হাতে আক্রান্ত মা এবং ছেলে।। জানা যায় এলাকার বাসিন্দা অসীম দাস নামে এক যুবককে বিজেপি করার অপরাধে মারধর করে এলাকার সিপি আই এমের কর্মী শংকর রুদ্র পাল।। বিজেপি কর্মী অসীম দাস আরো অভিযোগ করেন তাকে মারধোরের পাশাপাশি তার মা এলাকার রেখা রানী দাস কে ও মারধর করে শঙ্কর রুদ্র পাল নামে cpim কর্মী।। এতেই আহত হন মা এবং ছেলে পরে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে অসীম দাস এবং তার মা রেখা রানী দাস কে উদ্ধার করে আই জি এম হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য।। বর্তমানে মা এবং ছেলে হাসপাতালে চিকিৎসাধী।। ঘটনার পর পূর্ব থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে শঙ্কর রুদ্র পাল নামে সিপি আই এমের কর্মীকে আটক করে থানায় নিয়ে আসে।। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।। নির্বাচনের ফলাফল ঘোষণা হতেই রাজ্যের বিভিন্ন প্রান্তে একের পর এক রাজনৈতিক আক্রমণ বৃদ্ধি পাচ্ছে পুলিশ কোন ভাবেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারছে না।।