বিজ্ঞানের প্রতি আস্তা রেখে কৃষকরা অনেকটাই এগিয়ে গেছে। এবার ধান চাষাবাদের ক্ষেত্রেই হউক আর ধান মাড়াই এর ক্ষেত্রেই হউক। মূলত বিজ্ঞান যুগে কৃষকরাও বুঝে গেছে সময়ের অপচয় কম করতে হবে । কম সময়ে বেশি পরিমাণ কাজ করতে হবে । তবেই আয় উপার্জন অনেকটা বৃদ্ধি পাবে। তেলিয়ামুরা আর.ডি. ব্লকের অধীন রুপাছড়া গ্রাম পঞ্চায়েতের পূর্ণচন্দ্র করবং পাড়ার কৃষকরা ধান চাষাবাদের ক্ষেত্রে অনেকটাই এগিয়ে গেছে। কারণ প্রয়োজনীয় বৈধ কাগজপত্র দেখিয়ে কৃষকরা সরকারের কাছে ধান বিক্রি করতে পারে । আর সরকারের কাছে ধান বিক্রি করে কৃষকরা এক প্রকার লাভবান । কথা হচ্ছিল কৃষকদের ধান মাড়াই করার পদ্ধতি নিয়ে। কৃষকরা বিজ্ঞান ব্যবস্থার সাথে তাল মিলিয়ে এবার বোম্বা মেশিন দিয়ে ধান মাড়াই করছে । এ প্রসঙ্গে এলাকার এক কৃষক জানান,, আমরা আগে গবাদিপশু এবং পাওয়ার টিলার দিয়ে ধান মাড়াই করা হতো । এতে সময়ও বেশি লাগতো । কিন্তু এই পদ্ধতিতে সময় যেমন অপচয় হতো তেমনি সঠিকভাবে শ্রমিক ও পাওয়া যেত না । তাই এবার কৃষকরা বোম্বা মেশিন দিয়ে ধান মাড়াই করছে। এই মেশিন দিয়ে ধান মাড়াই করলে সময়ের অপচয় ঘটে না এবং খুব শ্রমিকের ও প্রয়োজন হয় না। এটা মূলত কৃষকদের কাছে খুব লাভজনক। উপরন্ত রাজ্য সরকার ঘোষণা করেছে এবার থেকে সরকার কৃষকদের কাছ থেকে প্রায় কুড়ি টাকা করে ধান ক্রয় করবে । এতে কৃষকদের মুখে হাসি ফুটেছে। ভোটের মুখে রাজ্য সরকারের এমন জনকল্যাণমূলক উদ্যোগ কৃষকদের অনেকটাই কাজে আসবে । তবে পূর্ণচন্দ্র করবং পাড়ার রাস্তাঘাটের দৈন্যতার কারণে কৃষকরা লাভের মুখ কম দেখতে পায়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উদযাপন কমিটির তরফ থেকে এক আলোচনা সভার আয়োজন
Next post প্রয়াত বাম বিধায়ক হরিচরণ সরকারের স্মরণ সভায় উপস্থিত মানিক সরকার
%d bloggers like this: