শুক্রবার তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের উদ্যোগে তেলিয়ামুড়া চিত্রাঙ্গদা কলা কেন্দ্র তথা টাউন হল প্রাঙ্গনে বিদ্যুৎ ও নিগমের কর্মরত বিভিন্ন কর্মীদের বৈদ্যুতিক কাজকর্মে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়। এই সেমিনারে মূলত বৈদ্যুতিক বিভিন্ন কাজকর্ম করার সময় কিভাবে সচেতনতা অবলম্বন করতে হয় এবং কিভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট রোধ করা যায় এই বিষয়েই আলোচনা করা হয়। আজকের এই সেমিনারে উপস্থিত ছিলেন খোয়াই বিদ্যুৎ নিগমের AGM নির্মল দেববর্মা, DGM অঞ্জন দেববর্মা, তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের DGM কমল কৃষ্ণ দাস, কল্যাণপুর, তেলিয়ামুড়া এবং মুঙ্গিয়াকামী বিদ্যুৎ নিগমের সিনিয়র ম্যানেজার সহ TSECL এর কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের কর্মী থেকে শুরু করে তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের সমস্ত কর্মী এবং তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের অন্তর্গত বিভিন্ন কন্টাক্টর অ্যাসোসিয়েশনের কর্মীরা উপস্থিত ছিলেন। আজকের এই সেমিনার কে কেন্দ্র করে বিদ্যুৎ নিগমে কর্মরত সমস্ত কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। অন্যদিকে, এই ধরনের সচেতনতামূলক সেমিনারের মাধ্যমে বৈদ্যুতিক কাজের সঙ্গে যুক্ত কর্মীদের মধ্যে সতর্কতা বৃদ্ধি করার উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post পাচারকালে দশটি গরু সহ গাড়ি আটক! গ্রেফতার চালক!!
Next post মধুপুর সিনেমা হলের সামনে ত্রিমুখী যান দুর্ঘটনা! গুরুতরভাবে আহত ১!!
%d bloggers like this: