চাকরিতে নিয়োগের দাবিতে অনড় বেকাররা l তাই ফের একবার চাকরিতে নিয়োগের দাবিতে মঙ্গলবার সকালে টি জি টি বেকার যুবক-যুবতীরা শিক্ষা মন্ত্রী রতন লাল নাথের বাস ভবনে যায় l সেখানে গিয়ে নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে শিক্ষা মন্ত্রীর সাথে কথা বলে বেকার যুবক যুবতীরা। নিয়োগ সংক্রান্ত বিষয়ে শিক্ষামন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দেন যে, বিধানসভা নির্বাচনের আগে নিয়োগ করা যাবে না l যা নিয়োগ করা হবে নির্বাচনের পরে। এক্ষেত্রে যদি আপনারা আন্দোলন করতে চান করতেই পারেন আমার কিছু করার নেই। এদিন শিক্ষা মন্ত্রীর সঙ্গে দেখা করার পর এবিষয়ে এক বেকার যুবক জানায়, শিক্ষা মন্ত্রী বলেছে যে 230 ই দেবে l তবে এটা দিলেও নির্বাচনের পরে দেবে , নির্বাচনের আগে দেবে না l কিন্তু আজ থেকে পাচ মাস আগে শিক্ষা মন্ত্রী আশ্বাস দিয়ে ছিলেন যে মামলা উঠে গেলেই নিয়োগ করবে l কিন্তু এখন বলছে নিয়োগ করতে পারবে না l নিয়োগ নিয়ে শিক্ষা মন্ত্রীর এধরণের বক্তব্যে ক্ষুব্ধ বেকাররা যুবক যুবতীরাl