তেলিয়ামুড়া প্রতিনিধিঃ
অসম-আগরতলা জাতীয় সড়কের ৪৭ মাইল এলাকায় দুর্ঘটনার শিকার আমবাসার বিধায়ক চিত্ত রঞ্জন দেববর্মার গাড়ি। ঘটনা বিবরণ জানা যায়,, অসম-আগরতলা জাতীয় সড়কের ৪৭ মাইল এলাকায় আজ আমবাসার বিধায়ক চিত্ত রঞ্জন দেববর্মার গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় বিধায়ক চিত্ত রঞ্জন দেববর্মা বুকে ব্যথা পেয়েছেন তিনি।
জানা গেছে, BEUP প্রকল্পের অধীনে কেনা একটি অ্যাম্বুলেন্স আমবাসা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের হাতে হস্তান্তর করে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। বিধায়ককে প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় মুঙ্গিয়াকামী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনার পর তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন এলাকার মানুষজন এবং সহকর্মীরা।।