বিধানসভা নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে তেলিয়ামুড়া মহকুমার তিনটি বিধানসভার রাজ্যের শাসক দল বিজেপি দলের মনোনীত প্রার্থীরা বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে নিজেদের মনোনয়নপত্র দাখিল করলো সোমবার। সোমবার বিপুল সংখ্যক কর্মী-সমর্থক নিয়ে সুবিশাল রেলি করে ২৭ কল্যাণপুর প্রমোদনগর, ২৮ তেলিয়ামুড়া, ২৯ কৃষ্ণপুর বিধানসভা তিন তিনজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করতে আসে। এর মধ্যে ২৭ কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী পিনাকী দাস চৌধুরী এ আর ও কেশব কর নিকট মনোনয়নপত্র দাখিল করে, অন্যদিকে ২৮ তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি দলের মনোনীত প্রার্থী কল্যাণী রায় তেলিয়ামুড়া বিধানসভার আর ও অভিজিৎ চক্রবর্তীর নিকট মনোনয়নপত্র দাখিল করেন, সেইসঙ্গে প্রথমবারের মতো ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী বিকাশ দেববর্মা উক্ত বিধানসভা এলাকার এ আর ও রাকেশ চক্রবর্তী এর নিকট মনোনয়ন পত্র দাখিল করেন।