মন্দির,মসজিদ,ছাপিয়ে এবার শিক্ষা প্রতিষ্ঠানে চুরের দলের হানা। গত কয়েক মাস যাবত গোটা রাজ্যের বিভিন্ন জায়গার মধ্যে প্রত্যক্ষ করতে পেরেছে রাজ্যের জনগণ কখনো মন্দির-মসজিদ আবার কখনো আশ্রম -দরগার মধ্যে চোরের দল চুরি করে যাচ্ছে। আর এবার এমন এমনই একটি ঘটনা দেখা গেলো কমলাসাগর ফুলতলী বাজার সংলগ্ন এক শিক্ষা প্রতিষ্ঠানে চোরের দল বিদ্যালয়ের জানালা ভেঙ্গে প্রবেশ করে ঘরের মধ্য থেকে একটি সিলিং ফ্যান, মূল্যবান কাগজপত্র,পাশাপাশি আলমিরা ভেঙ্গে স্কুলের টাকা নিয়ে চম্পট দেয়। এদিকে বৃহস্পতিবার দুপুরে ফুলতলী বাজার স্থিত বিবেকানন্দ শিশু নিকেতন বিদ্যালয়ের শিক্ষিকা এসে দেখতে পাই একটি জানালা খোলা অবস্থা রয়েছে এবং ঘরে প্রবেশ করে দেখতে পায় সবকিছু এলোমেলো অবস্থা রয়েছে। পাশাপাশি আলমিরার তালা ভাঙ্গা অবস্থায় পড়ে রয়েছে পরে তিনি দেখতে পেয়েছেন স্কুলের টাকা পয়সা, মূল্যবান কাগজপত্র পাশাপাশি একটি সিলিং ফ্যান নিয়ে চোরের দল চম্পট দিয়েছে। পরবর্তী সময়ে তিনি পুলিশকে খবর দিলে ছুটে আসে পুলিশ। এদিকে এলাকার অভিভাবক মহল প্রশাসনের নিকট দাবি রাখছে ঐ এলাকার একাংশ নেশা বিক্রেতা কিংবা ট্যাবলেট খোর তাদের যন্ত্রণায় অতিষ্ঠ এলাকার জনগণ। এরাই এই কাজ সংগঠিত করতে পারে। তাছাড়া সেই দরগার পাশে প্রায় সময় একাংশ অশৃঙ্খল যুবক গাঁজা কিংবা অন্যান্য নেশা সেবন করছে তাদের মধ্য থেকেও এসব কাজ সংগঠিত করা হতে পারে।তবে পুলিশ তদন্ত করলে অবশ্যই মূল রহস্য বেরিয়ে আসবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post কলঙ্কিত হলো সিপাহীজলা জেলায় আয়োজিত সরস মেলা!
Next post বিপুল পরিমাণ কাঠ বোঝাই গাড়ি আটক!
%d bloggers like this: