বিশালগড় নিউমার্কেট বাজার সহ নিচের বাজারে খাদ্য দপ্তরের আধিকারিক দের হানা।
ঘটনা বিবরণে জানা যায় বুধবার দুপুরে খাদ্য দপ্তরের আধিকারিকরা নিউমার্কেট বাজার সহ বিশালগড় নিচের বাজারে মিষ্টির দোকান সহ বিভিন্ন দোকানে হানা দিয়ে কমার্শিয়াল গ্যাসের সিলিন্ডার না থাকার কারণে ডোমেস্টিক গ্যাসের সিলিন্ডার বাজেয়াপ্ত করে খাদ্য আধিকারিকরা এবং প্রচুর দোকান থেকে প্লাস্টিক কাগজ বাজেয়াপ্ত করতে সক্ষম হয়।অভিযানে নিউ মার্কেট সহ নিচের বাজারে মিষ্টির দোকানে ও পরিষ্কার পরিচ্ছন্নতা লক্ষ্য করা যায় এবং তাদেরকে করা বার্তা দেন এই রকম হলে খাদ্য দপ্তরের আধিকারিকরা কঠোর পদক্ষেপ গ্রহণ করবে বলে জানান।
আজকের এই অভিযানে নেতৃত্বে ছিলেন DCM প্রসেনজিৎ দাস সহ খাদ্য দপ্তরের আধিকারিক ও পুলিশ প্রশাসন। এই রকম অভিযান আগামী দিনও যারি থাকবে।