বিশালগড় হাসা হোসেন পাড়া এলাকায় মুজিবুর রহমান দীর্ঘদিন ধরে বিদেশে কাজের উদ্দেশ্যে প্রচুর টাকা খরচ করেন l কিন্তু তাতে ধীরে ধীরে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন মুজিবুর রহমান। বৃহস্পতিবার হাসান হোসেন পাড়া এলাকায় মুজিবুর রহমান আচমকা এলাকার কয়েকজন ব্যক্তির উপর ধারালো দা দিয়ে আক্রমণ শুরু করে বলে অভিযোগ। মুজিবুর রহমানের আক্রমনে পঞ্চায়েতের জিআরএস সাহা জুল ইসলাম সহ এক মহিলা সহ এলাকার বেশ কয়েকজন ব্যক্তি আহত হয়।পরবর্তী সময়ে এলাকাবাসীরা একত্রিত হয়ে মানসিক ভারসাম্যহীন ব্যক্তি মুজিবুর রহমানকে লোহার শিকল দিয়ে বেঁধে রাখেন l এরপর খবর দেওয়া হয় বিশালগড় থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরে কর্মীরা।তারা ঘটনাস্থলে ছুটে গিয়ে মানসিক ভারসাম্যহীন মুজিবুর রহমানকে উদ্ধার করে মহকুমা হাসপাতালে নিয়ে আসে।বর্তমানে মানসিক ভারসাম্যহীন মুজিবুর রহমানের অবস্থা আশঙ্কা জনক দেখে কর্তব্যরত চিকিৎসক জিবি হাসপাতালে এর রেফার করে দেন।এই নিয়ে গোটা এলাকায় এক আতঙ্ক বিরাজ করছে। এখন গোটা এলাকায় মোতায়ন করা হয়েছে পুলিশ ও টিএসআর বাহিনী।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। কিছুটা দেরীতে হলেও এই উপলক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে কর ও আবগারী দপ্তর এবং ক্ষুদ্র সঞ্চয় দফতরের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়
Next post আবারো অবক্ষয়ের ঘটনা উদয়পুর মহকুমার রাধা কিশোরপুর থানাদিন টাউন সোনামুড়া এলাকায়
%d bloggers like this: