বিষ পানে আত্মহত্যা তেইশ বছরের এক যুবকের। মৃত যুবকের নাম প্রসেনজিৎ দেবনাথ। বাড়ি বিলোনিয়া বড়পাথরী বড়টিলা এলাকায়। তবে কি কারণে বিষ পান করে তা জানা যায় নি। প্রসেনজিৎকে বিলোনিয়া হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক, চিকিৎসা মাধ্যমে প্রসেনজিৎকে বাঁচানোর চেষ্টা করলেও চিকিৎসার সাড়া দেয়নি। অবশেষে চিকিৎসক প্রসেনজিৎকে মৃতঃ বলে ঘোষণা করেন। আত্ম হত্যার ঘটনাটি ঘটে আজ বড়পাথরী বড়টিলা এলাকার নিজের পান খেতে। প্রসেনজিৎ এর বাবা পান খেতে প্রসেনজিৎ কে গড়াগড়ি করতে দেখে হতভম্ব হয়ে খবর দেয় বাড়ির অন্যান্য সদস্যদের । তড়িঘড়ি নিয়ে আসা হয় প্রসেনজিৎকে বিলোনিয়া হাসপাতালে । অবশেষে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করার পর প্রসেনজিতের পরিবারের লোকজন কান্নায় ভেঙ্গে পড়ে। আগামীকাল ময়না তদন্তের পর প্রসেনজিতের মৃত দেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে