শনিবার বোধিসত্ত্ব দাস হত্যা-মামলার অভিযুক্ত চারজন দোষীকে যাবজ্জীবন কারাদণ্ড এর নির্দেশ দিল আদালত l এর সঙ্গে পঞ্চাশ হাজার টাকা করে প্রত্যেককে আর্থিক জরিমানা করা হয়েছে। অনা দায়ে আরো তিন মাসের জেল এর নির্দেশ দিলেন আদালত এর বিচারক।
রাজধানীর চাঞ্চল্যকর বোধি সত্য দাস হত্যা মামলায় অভিযুক্তদের শুক্রবার দোষী সাব্যস্ত করে আদালত l এই মামলায় অভিযুক্ত রাজ্য পুলিশের প্রাক্তন ট্রাফিক ইন্সপেক্টর সুকান্ত বিশ্বাস, শোয়েব মিয়া ওরফে ওমর শরীফ, বাপি বনিক এবং সুমিত চৌধুরী ওরফে বাবাইকে শুক্রবার জেলা দায়রা আদালতের তোলা হয়। দীর্ঘ সুনানির পর আদালত এর বিচারক অভিযুক্তদের দোষী সাব্যস্ত করেন । শনিবার চারজন দোষীকে যাবজ্জীবন কারাদণ্ড এর নির্দেশ দেয় আদালত l প্রসঙ্গত উল্লেখ্য , ২০১৯ সালের তেসরা আগস্ট রাতে শহরের জ্যাকসন গেইট এলাকায় নৃশংসভাবে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে মারা হয় ইউকো ব্যাংকের ধর্মনগর ব্রাঞ্চের ম্যানেজার বধিসত্ত্ব দাসকে l এরপর গুরুতর আহত বুদ্ধিশুদ্ধকে কলকাতায় স্থানান্তরিত করা হয় এবং কিছুদিনের মধ্যেই কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় বুধিসত্ব দাসের। এই মামলায় ৫৬ জনের সাক্ষ্য বাক্য গ্রহণ করা হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post ঊনকোটি পর্যটন কেন্দ্রের উন্নয়ন নিয়ে মাঠে নামলো ঊনকোটি জেলা কংগ্রেস
Next post রবিবার সকালে সংস্কারকাজ খতিয়ে দেখতে যান কেন্দ্রীয় রেল মন্ত্রী
%d bloggers like this: