ভুয়ো, দেশবিরোধী ও সাম্প্রদায়িক খবর প্রচারের অভিযোগে আটটি ইউটিউব চ্যানেলকে নিষিদ্ধ ঘোষণা করে দিল কেন্দ্র।

তার মধ্যে সাতটি ভারতীয় ও একটি পাকিস্তানি ইউটিউব চ্যানেল রয়েছে। গত বছরের ডিসেম্বর থেকে এখনও পর্যন্ত দেশবিরোধী খবর প্রচারের অভিযোগে কেন্দ্র ১০২টি ইউটিউব চ্যানেলকে ব্লক করল।

এমনকী একটি ফেসবুক অ্যাকাউন্টও ব্লক করে দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে এই ঘোষণা করা হয়েছে। ওই চ্যানেলগুলিতে ভুয়ো ও দেশবিরোধী বিষয় প্রচার করা হত বলেই দাবি কেন্দ্রের। বিবৃতিতে বলা হয়েছে, এই আটটি ইউটিউব চ্যানেলের প্রায় ৮৬ লক্ষ সাবস্ক্রাইবার রয়েছে। পাশাপাশি ১১৪ কোটিরও বেশি ভিউস রয়েছে। কেন্দ্র বিবৃতিতে বলেছে, ‘‌দর্শকদের বিভ্রান্ত করতে ভুয়ো ও উত্তেজনা তৈরি করে এমন থাম্বনেল, নিউজ চ্যানেলের সঞ্চালকদের ছবি ও লোগোও ব্যবহার করা হয়েছিল এই চ্যানেলগুলিতে। সশস্ত্র বাহিনী ও জম্মু-কাশ্মীর এই চ্যানেলগুলির অন্যতম বিষয় ছিল।’‌
যে ভারতীয় সাতটি চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছে, তার মধ্যে ‘‌সব কুছ দেখো’‌ নামক ইউটিউব চ্যানেলটির সাবস্ক্রাইবার সবথেকে বেশি, প্রায় ১৯.৪ লক্ষ। এই চ্যানেলের পোস্ট করা ভিডিওয় প্রায় ৩৩ কোটি ভিউজ রয়েছে। এছাড়াও লোকতন্ত্র টিভি, ইউঅ্যান্ডভি টিভি, এএম রাজভি সহ একাধিক চ্যানেল ব্লক করে দেওয়া হয়েছে। লোকতন্ত্র টিভির ফেসবুক অ্যাকাউন্টও বন্ধ করে দেওয়া হয়েছে। আর পাকিস্তানের নিউজ কি দুনিয়া চ্যানেলটি ব্লক করা হয়েছে। যার সাবস্ক্রাইবার ছিল ১ লক্ষের বেশি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post এডিসি ভিলেজ গুলোর রাস্তার অবস্থা কঙ্কালসার
Next post আদালতে হাজিরা দিলেন ১১ জন বাম নেতা
%d bloggers like this: