আগামী দুসরা মার্চ রাজ্যে বিধানসভা নির্বাচনের ভোট গননা ও আগামী ৮ই মার্চ হোলি উৎসব। তাই রাজ্যে বিধানসভা নির্বাচনের ভোট গননা ও হোলি উৎসবকে সামনে রেখে রাজধানীতে গাড়ি ও বাইকের বৈধ কাগজ পএ চেকিং প্রক্রিয়া চলছে। প্রতিদিনের মত শনিবারও রাজধানীর উজ্জয়ন্ত প্রাসাদের সামনে এই চেকিং প্রক্রিয়া চলে দিনভর । কাগজ পত্র চেকিং করার পাশাপাশি অন্য কিছুও গাড়ি বা বাইকে লুকিয়ে রাখা হচ্ছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। এমনিতে সারা বছরই গাড়ি ও বাইক চেকিং করা হয়ে থাকে।তবে আসন্ন হোলি উৎসব ও ভোট গননাকে কেন্দ্র করে বাইক ও গাড়িতে স্পেশাল চেকিং করার জন্য উপর থেকে নির্দেশ দেওয়া হয়েছে বলে এক পুলিশ আধিকারিক জানান।