২২ জানুয়ারিতে রাম মন্দির উদ্বোধনের সাড়ে তিন মাস পর আবারও অযোধ্যায় এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।রামলালার সামনে সাষ্টাঙ্গে প্রণাম জানিয়ে নিজের ভক্তি প্রকাশ করেন তিনি।এই মুহূর্তের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।রামলালার সামনে সাষ্টাঙ্গে প্রণাম করে প্রধানমন্ত্রী।লোকসভা ভোটের আগে এই পদক্ষেপকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এরপর অযোধ্যায় একটি বিশাল রোড শোয়ে অংশ নেন মোদী।উত্তর প্রদেশের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি।

রামলালার প্রতি श्रद्धাঞ্জলি জানানোর পর অযোধ্যায় একটি বিশাল রোড শোতে অংশ নেন মোদী।সুগ্রিব ফোর্ট থেকে লতা চক পর্যন্ত এই রোড শোতে অংশগ্রহণকারীদের ভিড় ছিল উপচে পড়া।ফুলের পাপড়ি দিয়ে স্বাগত জানান কর্মী-সমর্থকরা।”জয় শ্রীরাম” স্লোগানে মুখরিত ছিল রাস্তা।

উত্তর প্রদেশের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে একটি জনসভায় বক্তৃতা করেন মোদী।বক্তৃতায় আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি।
“আগামী পাঁচ বছর নয়, ২৫ বছরের জন্য পরিকল্পনা করছি। মোদী থাকুক বা না থাকুক, দেশ সর্বদা থাকবে।” – এভাবেই দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা বলেন তিনি।”আমি পরিশ্রম করেছি। সততার সাথে কাজ করেছি। কেবলমাত্র আগামী পাঁচ বছরের জন্য কাজ করছি না, ২৫ বছরে দেশকে উন্নতি শিখরে পৌঁছে দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছি।” – এভাবেই দেশের উন্নয়নের প্রতিশ্রুতি দেন।

“আমার তো কেউ নেই। যোগীও এমন আর মোদীও এমন। আমাদের তো আর সন্তান সন্ততি নেই। তাই আপনাদের সন্তানদের জন্যই সমস্তটা রেখে যাচ্ছি…” – এভাবেই নিজেকে নিঃস্বার্থ হিসেবে তুলে ধরেন।

কংগ্রেসের মুসলিমপ্রীতি নিয়ে তীব্র সমালোচনা করেন মোদী।”কংগ্রেস ধর্মের ভিত্তিতে দেশভাগ করতে চায়” – এমন বিস্ফোরক দাবি করেন তিনি।”কংগ্রেসের ইস্তেহারে স্বাধীনতা পূর্ববর্তী মুসলিম লিগের ছাপ স্পষ্ট” – এভাবেই তাঁর অভিযোগ।”ধর্মের ভিত্তিতে ফের একবার দেশভাগ করতে উদ্যত ওরা” – এভাবেই কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ চালান।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post RCB vs GT: অসুস্থ মহম্মদ সিরাজই ম্যাচের সেরা, জানালেন ‘রাতের আপডেট’
Next post BREAKING : দুর্গা প্রসন্ন হত্যাকাণ্ডে কলকাতা থেকে আটক আরও ১!
%d bloggers like this: