তেলিয়ামুড়া মহকুমার বন দপ্তরের অধীন পূর্ব লক্ষ্মীপুর এ.ডি.সি ভিলেজের অন্তর্গত চামপ্লাই এলাকায় মঙ্গলবার গভীর রাতে বন্য দাঁতাল হাতির আক্রমণে গুরুতর আহত এক ব্যাক্তি।অপর দিকে অল্প বিস্তর আহত হয় বেশ কয়েকজন। গুরুতর আহত ব্যাক্তির নাম অরুণ দেববর্মা। পরবর্তী সময়ে এলাকার লোকজন ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে সঙ্গে সঙ্গে হাতির আক্রমনে গুরুতর আহত ওই ব্যাক্তিকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে হাসপাতালে চিকিৎসা চলছে ওই ব্যক্তির। হাসপাতাল সূত্রে জানা যায়, হাতির আক্রমনে আহত ব্যক্তির অবস্থা গুরুতর । তবে অবস্থা অবনতির দিকে গেলে যেকোন সময় তাকে জিবি হাসপাতালে রেফার করা হবে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল থেকে l রাতের অন্ধকারে হাতির আক্রমণের ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় এখনো আতঙ্ক বিরাজ করছে।