মণিপুরের হিংসা বিধ্বস্ত এলাকায় ঢুকতে দেওয়া হল না রাহুল গান্ধীকে। বৃহস্পতিবার মণিপুর পৌঁছেই চূড়াচাঁদপুরের দিকে রওনা দেন কংগ্রেস নেতা। ইম্ফল থেকে মাত্র ২০ কিলোমিটার যেতেই তাঁর কনভয় আটকে দেওয়া হয়। মণিপুর পুলিশ কেন রাহুলের কনভয় আটকেছে, তা অবশ্য এখনও জানা যায়নি। সূত্র মারফত জানা গিয়েছে, চপারে চড়েই চূড়াচাঁদপুরে যান রাহুল। প্রসঙ্গত, অগ্নিগর্ভ মণিপুরের এলাকাগুলি ঘুরে দেখতে দু’দিনের জন্য সেরাজ্যে পৌঁছেছেন রাহুল বৃহস্পতিবার সকালে ইম্ফল পৌঁছান কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বিমান বন্দর থেকেই হিংসার উৎপত্তিস্থল চূড়াচাঁদপুরের উদ্দেশে বেরিয়ে পড়েন তিনি। কিন্তু মাত্র ২০ কিলোমিটার এগোতেই তাঁর কনভয় আটকে দেওয়া হয়। প্রসঙ্গত, গত মে মাসে এই চূড়াচাঁদপুরের একটি মিছিল থেকেই হিংসার সূত্রপাত। তারপর থেকেই গোটা মণিপুর অশান্ত হয়ে উঠেছে। রাজ্যের সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলাগুলির মধ্যে অন্যতম এই চূড়াচাঁদপুর।প্রসঙ্গত, কংগ্রেসের তরফে জানানো হয়েছিল ২৯ ও ৩০শে জুন মণিপুর সফরে যাবেন রাহুল গান্ধী। প্রাক্তন কংগ্রেস সভাপতি ইম্ফল ও চূড়াচাঁদপুরে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন। পাশাপাশি ত্রাণ শিবির গুলিও পরিদর্শন করবেন বলেও দলের তরফে জানানো হয়। সেই সূচি মেনেই বৃহস্পতিবার ইম্ফলের বিমানবন্দরে পৌঁছন রাহুল। তাঁকে স্বাগত জানান রাজ্যের কংগ্রেস নেতৃত্বরা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post ১৪ কোটি টাকার হিরোইন আটক !
Next post গরু চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে খুন !
%d bloggers like this: