২৬শে ফেব্রুয়ারি রবিবার ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবছরের দ্বিতীয় ‘মন কি বাত’ অনুষ্ঠান। প্রতি মাসের শেষ রবিবার এই মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে জাতির উদ্দেশে ভাষণ দেন মোদী। সেই নিয়ম মতই ৯৮ তম ‘মন কি বাত’-এ বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী। এই প্রোগ্রামের মাধ্যমে দেশের সঙ্গে জনসংযোগ করেন তিনি। রবিবার ‘মন কি বাত’ অনুষ্ঠানের শুরুতে সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকরকে স্মরণ করেন নরেন্দ্র মোদী।এরপর তিনি বলেন, বেশ কয়েকটি দেশ UPI-র প্রতি আকৃষ্ট হয়েছে। ভারত ও সিঙ্গাপুর UPI-প্যাসি লিঙ্ক চালু করেছে। এখন উভয় দেশের মানুষ সহজেই টাকা লেনদেন করতে পারে। এই কৌশলগুলি জীবনযাত্রার স্বাচ্ছন্দ্য বাড়িয়ে তুলছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান। তিনি বলেন, স্বচ্ছ ভারত অভিযানের একটি গুরুত্বপূর্ণ মাত্রা হল বর্জ্য থেকে সম্পদ। ওড়িশার কেন্দ্রপাড়া জেলার বোন কমলা মোহরানা একটি স্বনির্ভর গোষ্ঠী চালান। আমরা যদি সংকল্প নিই, তাহলে পরিচ্ছন্ন ভারত গড়ার লক্ষ্যে বিশাল অবদান রাখতে পারব। অন্তত আমাদের সকলের উচিত প্লাস্টিকের ব্যাগের বদলে কাপড়ের ব্যাগ ব্যবহারের অঙ্গীকার করা। আপনারা দেখবেন, আপনার সংকল্প আপনাকে কতটা তৃপ্তি দেবে এবং অন্যদেরও অনুপ্রাণিত করবে বলে ‘মন কি বাত’-এ প্রধানমন্ত্রী মোদী বলেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post অপরিচিত এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার
Next post এইডস কন্ট্রোল সোসাইটি ত্রিপুরা শাখার উদ্যোগে এক ব্যান্ড শো আয়োজন
%d bloggers like this: