বুধবার দুপুরে মহাকরণে রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, এই বছর নতুন করে রাজ্যকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় গ্রাম উন্নয়ন মন্ত্রক এক লক্ষ ত্রিশ হাজার 695 টি ঘর সেকশন করেছে l উত্তর পূর্বাঞ্চল রাজ্য গুলির মধ্যে ত্রিপুরাকে সবচেয়ে বেশি ঘর দিয়েছে l মোট কথায় নতুন ও পুরনো ঘর মিলিয়ে ত্রিপুরা রাজ্যকে মোট দুই লক্ষ 31 হাজার ঘর দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী l