“মহিলারা স্বনির্ভর হলে উন্নত হবে দেশ”—এই স্লোগানকে সামনে রেখে বিজেপির ২৯ কৃষ্ণপুর মন্ডলের মহিলা মোর্চার উদ্যোগে এক গুরুত্বপূর্ণ সম্মেলনের আয়োজন করা হয় বৃহস্পতিবার, তেলিয়ামুড়ার চাকমাঘাট কমিউনিটি হলে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য উপজাতি কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী বিকাশ দেববর্মা।
সম্মেলনের শুভ সূচনা হয় প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে। বিশালসংখ্যক জাতি ও উপজাতি মহিলা এই সম্মেলনে উপস্থিত হয়ে নিজেদের ঐক্য ও শক্তির পরিচয় দেন। অনুষ্ঠানে মহিলাদের সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বিকাশ দেববর্মা মহিলাদের স্বনির্ভর হওয়ার গুরুত্বের ওপর জোর দেন। তিনি বলেন, “নারীরা কেবলমাত্র পরিবারের ভিত্তি নন, তারা সমাজ ও দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি। যদি নারীরা সঠিকভাবে সংগঠিত হয়, তবে বিজেপি আরও শক্তিশালী হবে এবং ত্রিপুরার উন্নয়নের পথ সুগম হবে।” তিনি মহিলাদের এগিয়ে এসে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সভানেত্রী অপর্না সিনহা রায়, ২৯ কৃষ্ণপুর মন্ডলের সভাপতি ধনঞ্জয় দাস, মহিলা মোর্চার সভানেত্রী সবিতা দাস, তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন দীপা দেবসহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দরা।সম্মেলনে মহিলা মোর্চার সভানেত্রী সবিতা দাস, খোয়াই জেলা পরিষদের সভানেত্রী অপর্না সিনহা রায়সহ অন্যান্য নেতৃত্বরা বক্তব্য রাখেন। তারা মহিলাদের আরও সুসংগঠিত হয়ে সমাজ ও দেশের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
সমগ্র অনুষ্ঠানে মহিলাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল লক্ষণীয়, যা ভবিষ্যতে সংগঠনের শক্তি আরও বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে।