ক্রমশ বাড়ছে মাঙ্কিপক্স আতঙ্ক। একের পর এক আক্রান্তের খবর মেলার পর এবার চিন্তা বাড়িয়ে ঘটল দেশের প্রথম মাঙ্কিপক্স আক্রান্তের মৃত্যুর ঘটনা। সম্ভবত এটাই ভারতে মাঙ্কিপক্সে প্রথম মৃত্যু। রোগীর সোয়াবের নমুনাগুলি শনিবার আলাপুঝার আইসিএমআর-ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে পরীক্ষার জন্য পাঠানো হয়।
বিদেশ থেকে দেশে ফিরে আসা যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। কেরলেই প্রথম মৃত্যুর ঘটনা ঘটল।
মাঙ্কিপক্সে আক্রান্ত কিনা তা নিশ্চিত করার জন্য সরকার পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজির রিপোর্টের অপেক্ষা করছে। কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ বলেন, “ত্রিশুরের মৃত ২২ বছর বয়সি যুবক ভারতে ফেরার একদিন আগে সংযুক্ত আরব আমিরশাহীতে মাঙ্কিপক্সের জন্য পজিটিভ চিহ্নিত হয়েছিলেন।”