ছড়ার জলে মাছ ধরতে খাঁচা জাতীয় ফাঁদ বসিয়েছিল এলাকার কিশোরের দল। এটা তাদের নিত্যদিনের কাজ বা খেলাও বটে। কিন্তু সেই ফাঁদে ছড়ার জল থেকে তুলতে গিয়ে সকলের চোখ কপালে। ভয়ে খাঁচা ফেলেই দৌড়। পরে বড়রা এসে দেখে মাছ নয়, আটকা পড়েছে অজগর সাপ। ঘটনা ধর্মনগর মহকুমার অন্তর্গত ভারত বাংলা সীমান্ত লাগোয়া বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের বকবকি পাঁচ নং ওয়ার্ড এলাকায়। খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা এসে অজগর সাপটিকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায় ।