দীর্ঘবছর পর এলাকায় রাস্তা তৈরি হয়। এলাকার জনসাধারনের দীর্ঘদিনের দাবিতে সিসিরোড তৈরি করে দেয় বর্তমান সরকার। কিন্তু নতুন এই রাস্তার উপর দিয়ে মাটির ট্রিপার চলাচলের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে দীর্ঘ প্রতীক্ষার ফসল রাস্তাটি। ঘটনা বিশালগড় মহকুমার ব্রজপুর কদমতলী এলাকায়। চড়িলাম বিধানসভার জনৈক ঠিকেদার দেবব্রত চক্রবর্তী অবৈধভাবে তার মাটির ট্রিপার ওই রাস্তার উপর দিয়ে চলাচল করানোর ফলে রাস্তার বিভিন্ন প্রান্ত ভেঙে যায়। আর এতেই ক্ষুব্ধ হয়ে ওঠে স্থানীয় এলাকাবাসী। অবশেষে রবিবার সকালে মাটির ট্রিপার আটকে বিক্ষোভ প্রদর্শন করে কদমতলী এলাকার স্থানীয়রা। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন চড়িলাম উত্তর ব্রজপুরের প্রধান মনি দেবনাথ। কিন্তু স্থানীয় মহিলা সহ এলাকাবাসীর কথার সঠিক জবাব দিতে না পেরে ঘটনাস্থল থেকে রীতিমত পালিয়ে যান প্রধান মহাশয়া। পরবর্তী সময়ে ঘটনার খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনার স্থলে পৌঁছায় এবং মাটির কাজ বন্ধ করে দেয়। এবং উক্ত রাস্তার উপর দিয়ে মাটির গাড়ি চলাচলের বিষয়টি বন্ধ রাখার নির্দেশ প্রদান করে।