নতুন মন্ত্রিসভার সদস্য হওয়ার পর শুক্রবার উদয়পুরে ৫১ পিঠের এক পিঠ মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো দিতে আসলেন পাবিয়া ছড়ার বিধায়ক তথা নবনির্বাচিত মন্ত্রী সুধাংশু দাস। এদিন তিনি মাতাবাড়িতে পূজা দিয়ে রাজ্যবাসির মঙ্গল কামনা করেন। উনাকে মাতাবাড়িতে স্বাগত জানান ভারতীয় জনতা পার্টি দলের জেলা কমিটির সম্পাদক উত্তম দে, মন্ত্রী সুধাংশু দাস পুজো শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন আমি নতুন করে মন্ত্রী হয়েছি তবে আগে বিধায়ক ছিলেন। এখন আমার উপর আরো দায়িত্ব বেড়ে গিয়েছে। আর এ দায়িত্ব পালন করতে গিয়ে রাজ্যের যুবসমাজের জন্য ব্যাপক কাজ করার ইচ্ছা রয়েছে। বেকারদের কিভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় সে বিষয়ে বিধানসভায় কথা বলব। এ কথাগুলি তুলে ধরলেন এদিন মাতাবাড়িতে মন্ত্রি সুধাংশু দাস।