মানুষ পাচার বাণিজ্যের মূল পান্ডা আমলেশ দাসকে মতাই চম্পকনগর থেকে গ্রেফতার করে আদালতের প্রেরণ করলে আদালত ৩ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন । রবিবার মধ্যরাতে বিলোনিয়া থানার অন্তর্গত পুরান মাতাই চম্পকনগর থেকে মানুষ পাচার কাণ্ডের মূল অভিযুক্ত অমলেশ দাস কে গ্রেফতার করলো বিলোনিয়া থানার পুলিশ, তাকে আজ দক্ষিণ ত্রিপুরা জেলার আদালতে প্রেরণ করা হয়। অমলেশ দাসের নামে বিগত এক মাস ধরে বাংলাদেশের থেকে ভারতে আসা, এবং ভারত থেকে বাংলাদেশে যাওয়ার ক্ষেত্রে প্রচার বাণিজ্যের মূল পান্ডা হিসাবে আমলেশ দাশের নাম উঠে আসছিল বারবার, তারই সূত্র ধরে রবিবার রাতে বিলোনিয়া থানার পুলিশ অমলেশ দাসের বাড়িতে হানা দে এবং গ্রেপ্তার করে নিয়ে আসে বিলোনিয়া থানাতে। বিলোনিয়া থানা অমরেশ দাসকে দক্ষিণ ত্রিপুরা জেলাও আদালতে প্রেরণ করে সোমবার। আদালত অমলেশ দাস কে তিন দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। এখন দেখার বিষয় পাচার বাণিজ্যের মূল পান্ডা হিসাবে অভিযুক্ত আমলের দাসকে জিজ্ঞাসাবাদ করে পাচার বাণিজ্যের সাথে আরো কারা কারা যুক্ত সেই রাঘব বোয়ালদের আটক করতে সক্ষম হয় কিনা এখন সেটাই দেখার।