আজ সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে সাংবাদিকদের এক প্রতিনিধিদল মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার সাথে সৌজন্য সাক্ষাতকারের মিলিত হন। সাক্ষাতকারের সময় মুখ্যমন্ত্রীর সাথে সাংবাদিকদের গঠনমূলক আলোচনার পাশাপাশি সংবাদমাধ্যমের কল্যাণে বিভিন্ন সুযোগ সুবিধা সংক্রান্ত কয়েকটি বিষ নিয়ে আলোচনা হয়। আলোচনায় মুখ্যমন্ত্রী জানান, সাংবাদিকদের উত্থাপিত বিষয়গুলি রাজ্য সরকার পরবর্তী সময়ে বিবেচনা করবে। মুখ্যমন্ত্রী বলেন, সংবাদমাধ্যম হচ্ছে সমাজের দর্পণ। সংবাদমাধ্যম যেন সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সরাকরের বিভিন্ন উন্নয়ন কর্মসূচি জনগণের সামনে তুলে ধরে। মুখ্যমন্ত্রী জানান, সরকারের উন্নয়ন কর্মসূচি জনগণের সামনে তুলে ধরার ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।