শুক্রবার আগরতলা হাঁপানিয়া স্থিত মেডিকেল কলেজে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো নতুন চক্ষু অপারেশন থিয়েটারের। বিগত দিন এই বিভাগটি নাক কান গলার সাথে যুক্ত ছিল। এবার পৃথকভাবে চিকিৎসকদের প্রচেষ্টায় চালু হলো চক্ষু অপারেশন থিয়েটারের। এতে করে স্বাভাবিকভাবেই উপকৃত হবেন চক্ষু সংক্রান্ত সমস্যায় জর্জরিত সাধারণ মানুষ। শুক্রবার সকালে সংক্ষিপ্ত পরিসরে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অপারেশন থিয়েটারের সূচনা করলেন মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন ত্রিপুরা মেডিকেল কলেজের চেয়ারম্যান ডক্টর পি রায়, সি ই ও স্বপন সাহা, মেডিকেল সুপার জে কে পোদ্দার, সহ অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন মানুষ সঠিক পরিষেবা পেলে, এখানে ছুটে আসবেই। তাই সঠিকভাবে পরিষেবা দেওয়ার জন্য প্রয়োজন সবার প্রচেষ্টা। কথাই নয়, কাজের মধ্য দিয়ে মানুষকে দেখাতে হবে। তবেই এর সফলতা আসবে।