রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরে সিপাহীজলা জেলা বিজেপি দলীয় অফিসের শুভ উদ্বোধন হলো সোমবার সকাল 11 ঘটিকায়, তাছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের উপ মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, রাজ্য বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্যী আগরতলা মিউনিসিপালিটি কর্পোরেশনের মেয়র দীপক মজুমদার, রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক টিংকু রায়, বিজেপি যুব মোর্চার সভাপতি নবাদল বণিক, জেলা বিজেপির সভাপতি গৌরাঙ্গ ভৌমিক সিপাহীজলা জেলা সভাধিপতি সুপ্রিয় দাস দত্ত মহোদয়, সহ রাজ্য ও জেলা বিজেপির একজ্যাক নেতৃত্বরা, তাছাড়া সিপাহীজলা সাতটি বিধানসভা কেন্দ্রে বিজেপি মন্ডল সভাপতি সহ বিজেপির কার্যকর্তারা। উক্ত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা ভাষনে বলেন এই জেলা কার্যালয় থেকেই সিপাহীজলা জেলা সাতটি বিধানসভা কেন্দ্রের BJP দলীয় সমস্ত কাজকর্ম পরিচালনা করা হবে পাশাপাশি ২০২৩ বিধানসভা নির্বাচনে রাজ্যের ষাটটি বিধানসভা কেন্দ্রের আসনে জয়লাভ করে পুনরায় ২০২৩ বিধানসভা নির্বাচনে রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হচ্ছে। রবিবার আগরতলা আস্তাবল ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জির জনসভা থেকে বিরোধীরা হতাশার চাপ মুখে নিয়ে বিভিন্ন রকম অপকৌশল ছড়ানোর চেষ্টা করছে।BJP দলকে বিভিন্ন ভাবে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আলোচনা করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সহ প্রদেশ সভাপতি রাজিব ভট্টাচার্যী।