বিগত এক মাস ধরে মণিপুরে যে অশান্তি ছড়িয়েছে, তাতে কমপক্ষে ৮০ জনের মৃত্যু হয়েছে। এই অশান্তির কারণ খুঁজতেই মণিপুর সফরে গিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার মণিপুরের মন্ত্রিসভার বৈঠকের পর বুধবার বেলা ১০টা নাগাদ মণিপুরের মোরেহ-তে যান তিনি। সেখানে তিনি কুকি জনজাতির সঙ্গে বৈঠক করেন। এরপর দুপুর ১টা নাগাদ স্বরাষ্ট্রমন্ত্রী কাঙ্গপোকপি জেলায় যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। প্রসঙ্গত উল্লেখ্য, মণিপুরের যে জেলা গুলিতে সব থেকে বেশি অশান্তি ছড়িয়েছে, তার মধ্যে অন্যতম কাঙ্গপোকপি। এই অঞ্চল কুকি অধ্যুষিত হলেও, সেখানে মেতেই জনজাতিরও বসবাস রয়েছে। অশান্তি শুরু হওয়ার পর থেকেই দুই জনজাতির বাড়িই ভাঙচুর, আগুন লাগানোর ঘটনা ঘটেছে।
এদিকে, অমিত শাহ রাজ্য সফরে থাকাকালীনই গতকাল নতুন করে একাধিক জায়গায় অশান্তি ছড়িয়েছে। কাকচিং জেলার সুগনুতে সেনার সঙ্গে সন্ত্রাসবাদীদের সংঘর্ষ হয়। পূর্ব ইম্ফলের সাগোলমাংয়েও অশান্তি-সংঘর্ষ ছড়ায়, বেশ কয়েকজন নাগরিক আহত হয়েছেন বলে জানা গিয়েছে।