মঙ্গলবার রাজধানীর ব্যস্ততম মহারাজগঞ্জ বাজারে মৎস ব্যবসায়ী সমিতির উদ্যোগে গঙ্গা পূজার আয়োজন করা হয় l প্রতি বছরই এই সমিতি গঙ্গা পূজা করে থাকে ঘটা করে।মঙ্গলবার এই পূজা উপলক্ষ্যে দিনভর নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।সকাল থেকে শুরু হয় পুজো l সন্ধ্যায় হবে মহা প্রসাদ বিতরণ l এদিন এই পূজাকে কেন্দ্র করে ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ করা গেছে l