রক্তের কোন বিকল্প নেই।আমার – আপনার শরীরের রক্ত দান করে একজন রোগী কে বাঁচানো যায়। মঙ্গলবার সকালে উদয়পুর ভারতীয় জনতা পার্টির জেলা কার্যালয়ে একথা গুলো বলেন রাজ্যের অর্থ মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়।এই রক্তদান শিবিরের উদ্দ্যোগতা গোমতী জেলার যুব মোচা। এদিন রক্তদান শিবিরের উদ্বোধন করেন রাজ্যের অর্থ মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়।এ ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেবরায়,যুব মোচার গোমতী জেলার সভাপতি সুকান্ত সাহা, রাধাকিশোরপুর মন্ডল সভাপতি প্রবীর দাশ সহ প্রমুখরা। শিবিরে মন্ত্রী প্রনজিৎ সিংহ রায় বলেন, এই রক্ত দান মহৎ দান।এর কোন বিকল্প নেই।এই রক্ত দানে ধর্ম, বর্ন,জাত,পাত নেই।কোন রোগী যাতে রক্তের জন্য অসুবিধায় না পড়ে সেই জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী সবার কাছে আবেদন করেছেন।তাই রক্ত দানে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়।