রতন নাথের বিরুদ্ধে এবার বিস্ফোরক স্ব-দলীয় বিধায়ক। শিক্ষা মন্ত্রীর পরিবর্তন চাইলেন শাসক দলীয় এক বিধায়ক। শাসক দলের বিধায়ক অরুন চন্দ্র ভৌমিক একেবারে সরাসরি দলের মন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন। তিনি প্রকাশ্যে বললেন যে রতন লাল নাথের জন্যই ২৫ বছর রাজ্যে বামেদের শাসন ছিল। শিক্ষক বদলীর বিষয় নিয়ে দুই বিধায়কের টক ঝাল মিষ্টি। ক্ষোভ এতটাই বেড়ে যায় যে শাসক দলের বিধায়ক অরুন চন্দ্র ভৌমিক প্রকাশ্যেই শিক্ষা মন্ত্রী রতন লাল নাথের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেন তিনি। বলেন রতন লাল নাথ শিক্ষা দপ্তরের যোগ্য মন্ত্রী নন। উনার জায়গায় যেন অন্য কাউকে দপ্তরের দায়িত্ব দেওয়া হয়। শাসক দলের বিধায়কের প্রকাশ্যে মন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেওয়ার বিষয়ে রাজ্য রাজনীতি তোলপাড়।