আগামী ২০ জুন মঙ্গলবার জগন্নাথের রথযাত্রা উৎসব। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে জগন্নাথের রথ যাত্রা উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। আর শুক্লপক্ষের ১১ দিন পর জগন্নাথের ফের প্রত্যাবর্তনের মধ্য দিয়ে এই যাত্রা শেষ হয়। যা উল্টো রথ নামে বিখ্যাত। হিন্দু ধর্মে, প্রাচীন শহর পুরীকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়।এর কারণ এটি ভগবান জগন্নাথের আবাসস্থল, চর ধামের মধ্যে একটি।মাঝখানে আর মাত্র নয় দিন বাকি। আর এই রথযাএা উৎসবকে সামনে রেখে প্রতি বছরের মত এবছরও আগরতলার জগন্নাথ জিউ মন্দিরে প্রস্তুতি চলছে জোর কদমে।জগন্নাথের রথকে নতুন ভাবে সাজিয়ে তোলা হচ্ছে। শনিবার এবিষয়ে মন্দিরের মহারাজ জানান, আগামী ২০ জুন দুপুর তিনটায় জগন্নাথের রথ মন্দির প্রাঙ্গন থেকে রাস্তায় বেরুবে ভক্তদের আনন্দ দিতে।রথযাত্রা হল আনন্দের উৎসব। এই উৎসব ভক্তদের আনন্দ দান করে থাকে বলে তিনি জানান।