রবিবার রাধা কিশোর পুর বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির জয়ী বিধায়ক প্রনজিৎ সিংহ রায়ের নেতৃত্বে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। গত ২রা মার্চ রাজ্য বিধানসভা নির্বাচনে বিজেপি ও আই পি এফ টি জোট সরকার ক্ষমতায় আসার পর সারা রাজ্যে দলীয় কর্মীরা বিজয় মিছিল সংগঠিত করে চলেছে।এর থেকে বাদ যায়নি রাধা কিশোর পুর বিধানসভা কেন্দ্রও। এদিন উদয়পুর বিধানসভা ও৫১ নম্বর বুথ সহ বিভিন্ন বুথে গিয়ে মতবিনিময় সভা করেন বিধায়ক তথা মন্ত্রী। এদিন মন্ত্রী প্রনজিৎ সিংহ রায় ছাড়া ও উপস্থিত ছিলেন রাধা কিশোর পুর মন্ডল সভাপতি প্রবীর দাশ, এলাকার প্রধান মানিক চক্রবর্তী সহ এলাকার দলের নেতৃত্বরা। মত বিনিময় সভায় মন্ত্রী প্রনজিৎ সিংহ রায় বলেন , গত পাঁচ বছরে সারা রাজ্যের সঙ্গে মন্দির নগরী উদয়পুর সহ রাধা কিশোর পুর বিধানসভা এলাকায় বিভিন্ন উন্নয়ন হয়েছে। রাস্তা ঘাট, পানীয় জল, বিদুৎ,জল নিস্কাশনের জন্য ড্রেন তৈরি করা সহ নানা ধরনের কাজ হয়েছে। আরো কিছু কাজ বাকি আছে, সে গুলোও হয়ে যাবে বলে জানান মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়