রবিবার রাজধানীর অরবিন্দ ক্লাবে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় l এদিন আয়োজিত রক্তদান শিবিরের সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা l শিবিরে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার , কাউন্সিলর রত্না দত্ত সহ আরো অনেকে l শিবিরের সূচনার পর মুখ্যমন্ত্রী সহ উপস্থিত অতিথিরা শিবিরটি ঘুরে দেখেন ও রক্তদাতাদের সঙ্গে কথা বলে এদেরকে উৎসাহিত করেন রক্তদানে l এদিন রক্তদান শিবিরকে ঘিরে রক্তদাতা দের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ করা গিয়েছে l

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post কেরোসিন ঢেলে মুদির দোকান পুড়িয়ে দেওয়ার চেষ্টা দুষ্কৃতিকারীদের
Next post রাজধানীর অরবিন্দ ক্লাবের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়
%d bloggers like this: