মহারাষ্ট্রে যে আস্থা ভোটের নির্দেশের জেরে উদ্ধব ঠাকরে সরকারের পতন ঘটে একনাথ শিণ্ডের সরকার প্রতিষ্ঠিত হয়, সেই আস্থা ভোট নিয়ে বুধবার সুপ্রিম কোর্টের এই মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ। ওই ঘটনায় তৎকালীন রাজ্যপাল ভগৎ সিং কেশয়ারির ভূমিকা নিয়ে এদিন অসন্তোষ প্রকাশ করেছে শীর্ষ আদালত। শিব সেনার দুই শিবিরের বিরোধ সংক্রান্ত মামলায় বুধবার সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ জানায়, রাজ্যপালের এমন কোনও সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, যা একটি নির্বাচিত সরকারের পতনের কারণ হয়ে দাঁড়ায়। এমনটা হতে থাকলে নেতারা শাসক দল ছেড়ে চলে যাওয়া শুরু করবে এবং রাজ্যপাল সরকারের পতনের কারণ হয়ে দাঁড়াবেন। এটাই গণতন্ত্রের নিয়ম হয়ে দাঁড়াবে। সুপ্রিম কোর্ট বলছে, রাজ্যপালের যে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে যতটা সম্ভব ভালভাবে পরিস্থিতি খতিয়ে দেখা উচিত। উল্লেখ্য, শিব সেনা মামলার শুনানিতে এদিন নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টকে জানিয়েছে, একনাথ শিণ্ডে শিবিরকে শিব সেনার নাম এবং প্রতীক ব্যবহারের অনুমতি সব দিক বিচার বিবেচনা করেই দেওয়া হয়েছে।রাজ্যপালের ক্ষমতা প্রয়োগ নিয়ে শীর্ষ আদালতের এই মন্তব্য বর্তমানে দেশের একাধিক রাজ্যের প্রেক্ষিতে বেশ তাৎপর্যপূর্ণ। বিশেষ করে বিরোধী শাসিত রাজ্যগুলিতে যেখানে রাজ্যপালদের ক্ষমতার অপ ব্যাবহারের অভিযোগ প্রায়ই শোনা যাচ্ছে। এমনকী এই পর্যবেক্ষণের ফলে মোদি জমানায় একাধিক ক্ষেত্রে বিরোধীদের দখলে থাকা রাজ্যে আস্থা ভোটের নির্দেশ দেওয়া নিয়েও নতুন করে বিতর্কের সৃষ্টি হতে পারে।