মঙ্গলবার ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের উদ্যোগে রাজ্যের স্কোরারদের গ্রেডেশন নির্ণয়ের জন্য পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পরীক্ষাকে সামনে রেখে তিন দিনের বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল গত রবিবার। মঙ্গলবার তিন দিনের প্রশিক্ষণ শেষে পরীক্ষা গ্রহণ করা হয়।এই পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে রাজ্যের স্কোরারদের গ্রেডেশন নির্ণয় করা হবে।। পাশাপাশি এই পরীক্ষার সাথে প্রাকটিক্যাল পরীক্ষাও নেওয়া হবে বলে জানিয়েছেন বিসিসিআইয়ের স্কোরার সুভাষ ঘোষ। এদিন রাজধানীর এম বি বি স্টেডিয়ামে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।এদিন মোট ১৫০ নম্বরে পরীক্ষা হয়।