আসন্ন ২৩ এর নির্বাচনকে সামনে রেখে বিলোনিয়া বিধানসভা কেন্দ্রে চলছে জমজমাট লড়াই । নির্বাচনী প্রচারে শাসক বিজেপি দলের সাথে সিপিআইএমের টক্কর চলছে সমানে সমানে । এর পাশাপাশি কংগ্রেস দলও গুটি গুটি পায়ে এগিয়ে চলছে । তবে তৃনমুল কংগ্রেসও ঘরে বসে নেই । সাংগঠনিক দিক থেকে দুর্বল হলেও আসন্ন ২৩ এর নির্বাচনে ঘাস ফুল চাষ করতে মরিয়া হয়ে উঠেছে তৃনমুল কংগ্রেস । কর্মী সভা , ঘরোয়া সভা, মিছিল, শীত বস্ত্র বিতরণ সহ আরো অন্যান্য কর্ম সুচি নিয়ে নির্বাচনের ময়দানে বিলোনিয়ার তৃনমুল কংগ্রেস। বিভিন্ন কর্মসূচিতে প্রদেশ তৃনমুল কংগ্রেস ও পশ্চিম বাংলার তৃনমুল কংগ্রেস নেতৃত্বরা আলোচনার মধ্য দিয়ে গনদেবতার কাছে মা মাটি মানুষের জন্য আশীর্বাদ চাইছে । যাতে রাজ্যে ঘাস ফুল ফোটানো যায় ।