উদয়পুর শালগরা এলাকা থেকে দুই বাংলাদেশি যুবককে গ্রেফতার করে উদয়পুর আদালতে প্রেরণ করে পুলিশ। সংবাদে জানা যায় বিনা পাসপোর্টে বাংলাদেশের সীমান্তের তারকাটা পার হয়ে ভারতের প্রবেশ করে গত তিন মাস আগে দুই যুবক। তাদেরকে শালগড় এলাকা থেকে রবিবার রাতে গ্রেফতার করে আর কেপুর থানা পুলিশ। পাসপোর্ট আক্ট এ তাদের বিরুদ্ধে ৩৬ নম্বরে মামলা নিয়ে উদয়পুর আদালতে প্রেরণ করল পুলিশ। অভিযুক্ত দুইজনের নাম বিশ্ব দাস এবং দেবাশিস কুমার দাস, তাঁদের বাড়ী বাংলাদেশ চট্টোগ্রাম।