রাজ্যে বিরলতম ঘটনা l করবুক বলরাম পাড়ার বাসিন্দা রেবতী রিয়াং গত ২৬ শে মে উদয়পুর গোমতী জেলা হাসপাতালে ভর্তি হন। পরে দেখা যায় তার গর্ভে যমজ শিশু। মঙ্গলবার যমজ শিশুর জন্মের পর দেখা যায় দু’জনের মাথা একসাথে লাগানো। এবিষয়ে হাসপাতাল সুপার ডাঃ কাজল দাস জানান, ৫০ থেকে ৬০ হাজারের মধ্যে একটি এই ধরণের ঘটনা দেখা যায়। তাদের আলাদা করতে হলে অপারেশন প্রয়োজন। আপাতত মা এবং যমজ শিশু সুস্থ আছে বলে তিনি জানান।