জি বি হাসপাতাল যেন এখন খবরের শিরোনামে! রাজ্যে যখন সু-শাসন চলছে ঠিক তখনই রাজ্যের স্বাস্থ্য ব্যাবস্থার নগ্ন চিত্র বারংবার ক্যামেরায় ধরা পড়ছে! কখনো কোন হাঁসপাতালে নিম্ন মানের খাবার দেওয়া হচ্ছে তো কখনো হাসপাতালে আসা রোগীদের ব্যাডে না রেখে একেবারে হাসপাতালের বাইরে তপ্ত রোদে রাখা হচ্ছে! শনিবার এমনই চিত্র ধরা পড়ল রাজ্যের প্রধান রেফারেল হাঁসপাতালে! প্রচণ্ড গরমে যখন সাধারন মানুষের নাজেহাল অবস্থা! ঘরে এসি চালিয়েও যখন গরমে ব্যাতিব্যাস্ত আমরা ঠিক তখন রাজ্যের প্রধান রেফারেল হাঁসপাতালে চিকিৎসা নিতে এসে নাজেহাল হতে হচ্ছে রোগীদের! যেখানে রোগীদের ব্যাডে থাকার কথা সেখানে আমাদের ক্যামেরায় ধরা পড়েছে এক রোগী জিবি হাসপাতালের ত্রমা সেন্টারের বাইরে কাতরাচ্ছে! যদিও ওই রোগীর অভিযোগ হাঁসপাতালে চিকিৎসা নিতে এলে তাকে সঠিক চিকিৎসা না দিয়ে বাইরে ফেলে রাখা হয়! এ কেমন স্বাস্থ্য বিপ্লব বলুন তো? যেখানে রাজ্যের প্রধান রেফারেল হাঁসপাতালে চিকিৎসা পরিষেবা নিতে এলে রোগীকে এই তপ্ত রোদে বাইরে ফেলে রাখা হয়! তখন স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠে সত্যি অর্থেই কি রাজ্যে স্বাস্থ্য বিপ্লব চলছে নাকি সবটাই নাম ডাক? কিসের জন্য এত ঘটা করে নানা অনুষ্ঠান করা হয়? যখন রাজ্যের প্রধান রেফারেল হাসপাতলে রোগীদের বাইরে পড়ে থাকতে হয়? শুনুন হাঁসপাতালে থাকা কর্মীদের গাফিলতির সাতকাহন!